
নওগাঁর নিয়ামতপুরের ছাতড়া কোরবানির পশুহাটে নির্ধারিত মূল্যের অধিক খাজনা আদায় এবং রশিদে টোলের পরিমাণ না লেখায় ইজারাদারকে ৪০ হাজার ও অনুমোদনবিহীনভাবে গরুর গর্ভ পরীক্ষা ফি নেওয়ায় দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১০ জুন, সোমবার সন্ধ্যায় নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাসের নেতৃত্বে হাট চলাকালীন সময় বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস বলেন, ছাতরা পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরেজমিনে হাটটিতে উপস্থিত হয়ে দেখা যায়, নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এবং রশিদে টোলের পরিমাণ না লেখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইজারাদারের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনিই আরো বলেন, লাইসেন্সবিহীন ও অনুমোদনবিহীনভাবে গরুর গর্ভ পরীক্ষা করে (প্রাণিসম্পদ বিভাগ ফ্রি পরীক্ষার ব্যবস্থা রেখেছে) অবৈধভাবে টাকা নেয়ায় ২ জনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভবিষ্যতে এরকম অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য ইজারাদারকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।
বিবার্তা/শামীনূর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]