রাজশাহী মোহনপুরে তিন দিনব্যাপী কন্দাল ফসল কৃষি মেলার উদ্বোধন
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ২১:১৫
রাজশাহী মোহনপুরে তিন দিনব্যাপী কন্দাল ফসল কৃষি মেলার উদ্বোধন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোহনপুরে তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার শুরুতে উপজেলার কৃষকদের নিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়।


৯ জুন, রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার ৩ দিনব্যাপী ওই কৃষি মেলার উদ্বোধন উপলক্ষ্যে বর্ণিল শোভাযাত্রা ও কৃষি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোহনপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তামিকা খাতুন, এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ, এম এ আ. মান্নান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. ওহেদজ্জুমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা,উপজেলা সমবায় কর্মকর্তা আনিছা দেলোয়ারা অন্জু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম,উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর মো. রবিউল ইসলাম সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের কৃষক সহ প্রমুখ।


কৃষি মেলার উদ্বোধন শেষে বিভিন্ন কন্দাল ফসলের চাষ পদ্ধতি বিষয়ক কৃষি প্রদর্শনীর ১২টি স্টল পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।মেলা চলবে আগামী ১১ জুন বিকেল পর্যন্ত চলবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওই প্রযুক্তি মেলাটি কৃষাণ-কৃষাণীসহ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হবে বলে জানান।


বিবার্তা/মোস্তাফিজর/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com