ভালুকায় ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১৪:০৫
ভালুকায় ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভালুকা আসনে ভোটে অনেকটা ধীরগতি লক্ষ্য করা গেছে। এ আসনে চার ঘণ্টায় ভোট পড়েছে ২৫ শতাংশ।


৫ জুন, বুধবার ভালুকা উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেলেও পরিবেশ সুষ্ঠু ও শান্ত রয়েছে।


এ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী মোট ৭ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোট ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পদে ৩ জন লড়াই করছেন। ভোটগ্রহণ চলবে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ।


উপজেলার দলিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হাদিউজামান জানান, এ কেন্দ্রে মোট ভোটার ২৪৪৩। এদিন সকাল ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ৩৫৯ জন ভোটার।


ভালুকা উপজেলাটি ১ টি পৌরসভা এবং ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩৩৯৯৬০ জন, এর মধ্যে ১৬৯৬৫৯ জন পুরুষ, ১৭০২৯৯ জন মহিলা ভোটার এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে বলে জানা যায়।


নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সফল সম্পন্ন করতে ও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধপরিকর আইনশৃঙ্খলা বাহিনী।


ভালুকা উপজেলায় মোট ভোট কেন্দ্র হচ্ছে ১১৬ টি। এরমধ্যে উপজেলা প্রশাসন ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষণা করেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারিতে আছে মাঠ পর্যায়ের প্রশাসন।


ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আলী নূর খান জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


বিবার্তা/সাজ্জাদুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com