
এবার পাবনার কোরবানির হাট মাতাবে ৩৫ মণের ওজনের ‘রাজা বাবু’। বিশালাকৃতির এই গরুটি উচ্চতা প্রায় ৬ ফুট ৫ ইঞ্চি ও দেহের প্রস্থ ১০ ফুট ৪ ইঞ্চি। সবার প্রিয় ওই ‘রাজা বাবুর’ দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।
জানা গেছে, এবার ঈদে বিক্রি করতে চান ‘রাজা বাবুকে’। তোলা হবে কোরবানি পশুর হাটে। গরুটি সব ক্রেতার নজর কাড়বে বলে আশা করছেন গরুটি মালিক খামারি মোহাম্মদ হায়াতুল্লা। তিনি পাবনা সদরের মালিগাছা ইউনিয়নে রুপপুর গ্রামের খামারে ২০০টি গরু পালন করছেন। এর মধ্যে ৩৫ মণ ওজনের ষাঁড় রাজাবাবু।
‘আল হায়াত অ্যাগ্রো খামারের’ প্রতিষ্ঠাতা মো. হায়াতুল্লা বলেন, এবারের কোরবানি ঈদের জন্য আমি রাজাবাবু গরুটি বিক্রি করতে চায়। আমার রাজাবাবুর দাম ১৫ লক্ষ টাকা। নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
তিনি আরো বলেন, দানাদার খাবারের পাশাপাশি ‘রাজা বাবুর’ খাদ্য তালিকায় রয়েছে ধানের গুড়া, ভুসি, ছোলা, ভুট্টা ও সবুজ ঘাসসহ সব দেশীয় খাদ্য। প্রতিদিন খাবারে জন্য ‘রাজা বাবুর’ পেছনে ব্যয় হয় ৭০০ থেকে ৮০০ টাকা। পছন্দের ‘রাজা বাবুকে’ ভালোবাসেন আমার খামারের সবাই।
পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাংগ কুমার তালুকদা বলেন, এবারের কোরবানির ঈদের পাবনা জেলাতে প্রায় সাড়ে ৬ লাখের বেশি পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে জেলার চাহিদা সাড়ে তিন লাখ পশু। বাকি তিন লাখের বেশি পশু সারা দেশে সরবরাহ করা হবে।
বিবার্তা/পলাশ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]