
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজিচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
৩ জুন, সোমবার সকালের দিকে উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শিবালয় ইউনিয়নের অটোরিকশার চালক মো. আমিনুর ও ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া।
বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালের দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি পাটুরিয়াগামী কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে কাভার্ডভ্যানটি দৌলতদিয়া ঘাটে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]