
পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরিঘাতে রিনা বেগম (২৯) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী ইপিজেডের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ইপিজেড কর্মী রিনা রাজশাহীর বাঘা থানাধীন আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাপাই নবাবগঞ্জের মিলনের স্ত্রী।
মৃত রিনা বেগম রেনেসাঁসা বারিন্দ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন । ছুরিকাঘাতে পর নিহতের স্বামী মিলনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরদী থানার (ওসি তদন্ত) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, তারা স্বামী স্ত্রী দুজনেই আলাদা থাকতো এবং নিহতের স্বামী মাদকাসক্ত ছিল । এ ঘটনায় নিহতের স্বামী মিলনকে আটক করা হয়েছে। নিহতের স্বামী মিলন নবাবগঞ্জের বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/পলাশ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]