১৬বছর পর যমজ সন্তান, দেখা হলো না সুমনের
প্রকাশ : ৩১ মে ২০২৪, ১৬:৫৭
১৬বছর পর যমজ সন্তান, দেখা হলো না সুমনের
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

১৬ বছরের দাম্পত্য জীবন সাজিয়া আফরিন লিজা ও সুমন মিয়ার। দীর্ঘদিন ধরে এ দম্পতির কোনো সন্তান হয়নি। অতঃপর দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারে এসেছে নতুন অতিথি। কিন্তু সেই আনন্দ ছুঁতে পারছে না পরিবারের সদস্যদের। সন্তানদের মুখ দেখার আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে সুমন মিয়াকে। সম্প্রতি প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন তিনি।


বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নিহত সুমনের স্ত্রী লিজা যমজ সন্তানের জন্ম দিয়েছেন।


সুমনের বাবা নাসির উদ্দিন বলেন, আল্লাহ দুটি ফুটফুটে কন্যাসন্তান দিয়েছেন। তাদের মুখ দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। সবকিছু ভুলে গিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে আমি এখন খুশি। তারা দেখতে বাবার মতোই হয়েছে। বর্তমানে মা ও মেয়ে তিনজনই সুস্থ আছে। আমরা সবাই এখন হাসপাতালেই আছি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।


নিহত সুমন মিয়া নরসিংদী রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। তিনি তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।


এদিকে, গত ২৩ মে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন নিহত হওয়ার ঘটনায় রায়পুরা উপজেলা পরিষদের সব পদে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। স্থগিত রায়পুরা উপজেলার পরবর্তী নির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি।


বিবার্তা/কামাল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com