
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামসুদ্দিন (৬০) নামে এক কারাবন্দি কয়েদি মারা গেছেন। কয়েদি সামসুদ্দিন (কয়েদি নাম্বার-১৮৯/এ)। তিনি একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।
২৯ মে, বুধবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।
তিনি জানান, সামসুদ্দিনকে বরিশাল কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। মঙ্গলবার (২৮ মে) তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯ টা ৩৭ মিনিটে মারা যান তিনি।
হাসপাতালে চিকিৎসক তার মৃত্যুর প্রমাণপত্র উল্লেখ করেন কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় ওই কারাবন্দি মারা গেছেন।
সামসুদ্দিন ভোলা সদর উপজেলার উত্তর চর ভেদুরিয়া ব্যাংকের হাট গ্রামের মন্তাজ উদ্দিন সন্তান। তার সেশন মামলা নং-৩৬/২০, সি আর-২৩৪/১৯, এন আই অ্যাক্ট এর ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড হয়।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]