
ফরিদপুরের বোয়ালমারীতে ২৮০০টি ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন- বোয়ালমারী উপজেলার চণ্ডিবিলা এলাকার মো. মুসা (২৮) ও একই এলাকার ইরান মোল্যা (৪২)।
২৯ মে, বুধবার বিকেলে আটককৃতদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৮ মে) বোয়ালমারী উপজেলার চণ্ডিবিলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আটক ওই দুই মাদককারবারিকে বুধবার বিকেলে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]