
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে মো. রাব্বি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
২৯ মে, বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
রাব্বি উপজেলার রামকৃষ্ণপুর কসাইপাড়া গ্রামের রিমন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে নানা ছিদ্দিক আলীর বাড়িতে বেড়াতে যায় রাব্বি। সেখানে দুপুরের দিকে সবার অজান্তে রাব্বি একটি ইটভাটার পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে নানা বাড়ির লোকজন শিশু রাব্বি খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই ইটভাটার পুকুরের পানিতে রাব্বিকে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]