৩য় ধাপের উপজেলা নির্বাচন
গুরুদাসপুর উপজেলায় নির্বাচনি সামগ্রী বিতরণ
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১৯:৪৭
গুরুদাসপুর উপজেলায় নির্বাচনি সামগ্রী বিতরণ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নাটোরের গুরুদাসপুর উপজেলার ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়েছে।


২৮ মে, মঙ্গলবার বিকাল ৩ টায় গুরুদাসপুর উপজেলার প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে নির্বাচন সামগ্রী হস্তান্তর করেন সহকারী রিটার্নিং অফিসার সালমা আক্তার।


আগামীকাল বুধবার গুরুদাসপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ব্যালট পেপারে। যথাসময়ে সকল কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে যাবে। ভোট গ্রহণকালীন সময়ে কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।


গুরুদাসপুর উপজেলাতে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হবে বিকাল ৪টা। এ উপজেলায় ৭২টি কেন্দ্রে ৫০৩টি বুথে ১ লাখ ৮১ হাজার ৭৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


বিবার্তা/জনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com