রাজধানীতে ১১৬ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকা প্লাবিত
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১৭:৪৫
রাজধানীতে ১১৬ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকা প্লাবিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রবিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়।


২৭ মে, সোমবার ভোর থেকে বৃষ্টির দাপট বাড়তে থাকে। বিকেল ৩টা থেকে রেমালের কেন্দ্র অতিক্রম শুরু হওয়ায় বৃষ্টি আরও বাড়তে থাকে, যা এখনও অব্যাহত আছে। সঙ্গে সঙ্গে রয়েছে দমকা হাওয়া।


অতিবৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে।


আবহাওয়া অধিদফতর বলছে, গত চব্বিশ ঘণ্টায় ১১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। এ ছাড়া চট্টগ্রামে ২৪০ মিলি, কক্সবাজারে ১৩৯, পটুয়াখালীতে ১২১, খেপুপাড়ায় ১০২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


আবহাওয়া অধিদফতর আরও জানায়, মঙ্গলবার থেকে ধীরে ধীরে সিলেট হয়ে বাংলাদেশ থেকে বেরিয়ে যাবে রেমাল। এত কমে আসবে বৃষ্টির দাপট।


এদিকে ফায়ার সার্ভিস জানায়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়ো হাওয়ায় রাজধানীর মিরপুর, উত্তরা, কুর্মিটোলা, বারিধারা, মোহাম্মদপুর ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছ উপড়ে পড়া এবং কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পড়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।


তারা আরও জানায়, ভেঙে পড়া সেসব গাছ ও ডাল অপসারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com