জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১৩:৩২
জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটের কালাইয়ে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।


২৭ মে, সোমবার সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের শেখপাড়া ফসলি মাঠের একটি গভীর নলকূপের বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, খুব সকালে কৃষকরা ধান কাটতে মাঠে যান। এসময় নূরনবী সরকারের বরেন্দ্র গভীর নলকূপের বৈদ্যুতিক খুঁটির পাশে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজন সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।


নূরনবী সরকার বলেন, আমার গভীর নলকূপের বৈদ্যুতিক খুঁটির পাশে একজনের মরদেহ পড়ে আছে শুনে সেখানে গিয়েছিলাম। ওই ব্যক্তিকে চেনা যায়নি। তিনি ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যেতে পারেন।


ওসি ওয়াসিম আল বারী বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন চিহ্ন দেখে মনে হয়েছে তিনি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়েছিলেন। তবে চুরি করতে পারেননি। সেখানে বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে গিয়ে মারা গেছেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com