ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় জনসচেতনতায় ভোলায় মাইকিং
প্রকাশ : ২৫ মে ২০২৪, ১২:৫৭
ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় জনসচেতনতায় ভোলায় মাইকিং
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপটি আজ শনিবার (২৫ মে) দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর সেটি ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে।


এদিকে ভোলায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় জনসচেতনতায় উপকূলীয় অঞ্চলের জনগণ, জেলে ও নৌযান রক্ষায় মাইকিং শুরু করছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।


শনিবার (২৫ মে) বেলা ১১টার দিকে ভোলার সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদী এলাকায় এ সচেতনতামূলক মাইকিং শুরু করেন তারা।


কোস্টগার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমান্বয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে জনসচেতনতায় ভোলার উপকূলীয় এলাকায় মাইকিং, লিফলেট বিতরণের কাজ শুরু করেছেন তারা।


এছাড়াও বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষায় ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ সাইক্লোন শেল্টারে সরিয়ে নেওয়ার কাজও শুরু করবেন তারা।


আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়। এ জন্য দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর


দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে।


এই নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর নাম হবে ‘রেমাল’। নামটি ওমানের দেওয়া, এর অর্থ ‘বালু’।


ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটি আগামীকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। আর এ সময় উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।


বিবার্তা/কামরুজ্জামান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com