
নাটোরের লালপুরে বালু-ভরাট বোঝাই ট্রাক্টর উল্টে বিশাল আলী (২০) নামে এক চালক নিহত হয়েছেন।
বুধবার (৮ মে) দিবারাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বিশাল উপজেলার কয়লার ডহর এলাকার মৃত লিটন সরদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু বলেন, গত মঙ্গলবার রাতে কয়লার ডহর এলাকায় নদী থেকে উঠতে গিয়ে ভরাট বোঝাই ট্রাক্টর উল্টে ওই ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক বিশাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশাঙ্কাজনক অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে গত রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বিবার্তা/সজিবুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]