
ঝিনাইদহে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল, বুধবার সকালে ক্যাব ঝিনাইদহের অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটির সাথে এই মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।
ক্যাবের ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি জামিল চৌধুরী।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা কমিটির সহ-সভাপতি মীর নাসির ঊদ্দিন, সদস্য আহদেদ হোসেন, মো. হাফিজুর রহমান, মো. হাবিবুর রহমান, জাহিদ হোসেন, তহুরা খাতুন, চন্দন বসু মুক্ত প্রমুখ। এছাড়াও ক্যাব সিলেট শাখার প্রতিনিধি মো. জামিরুল ইসলাম ও আতেফ চৌধুরী, সুনামগঞ্জ ক্যাব’র প্রতিনিধি শাহজাহান সিরাজ ও সুনামগঞ্জ দিরাই উপজেলা প্রতিনিধি মোস্তাক আহম্মদ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাথে রংপুর ও খুলনা বিভাগের জেলা কমিটি সমূহের সাথে মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা কমিটির এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্রেতা-ভোক্তা আন্দোলন আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে দেশের অন্য বিভাগের জেলা সমূহে চলমান এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ক্যাব নেতারা।
বিবার্তা/রায়হান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]