
নাটোরের লালপুরে চলন্ত ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় নাজিমুদ্দিন (৩০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
২৪ এপ্রিল, বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিমুদ্দিন (৩০) পাবনা সদরের জোতকলসা গ্রামের জগলুল হোসেনের ছেলে।
লালপুর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পাবনা থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা সাবমার্সেবল পাম্প নিয়ে লালপুর যাচ্ছিল। এসময় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় নিমতলী স্কুল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে করা হয়েছে।
ওসি নাছিম আহমেদ বলেন, মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়ার কাজ চলছে। এ বিষয়ে সড়ক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]