
চলমান তীব্র তাপদাহে ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষদের সচেতন ও একটু স্বস্তি দিতে মোংলা পৌর শহরের ভ্যানচালক, পথচারী ও ফুটপাতের দোকানদারদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
২৪ এপ্রিল, বুধবার দুপুরের মোংলা পোর্ট পৌরসভার উদ্যোগে প্রখর রৌদ্রে পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে এসকল উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম, জি এম আল আমিন ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তাপদাহে চলার পথে পানি এবং খাবার স্যালাইন পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছে পথচারিরা।
এ বিষয়ে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান বলেন, চলমান তীব্র তাপদাহে ভ্যানচালকসহ পথচারীদের একটু প্রশান্তি দিতে মোংলা পোর্ট পৌরসভার উদ্যোগে এ ক্ষুদ্র আয়োজন।
বিবার্তা/জাহিদ/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]