
রাজধানীর ডেমড়া স্টাফ কোয়ার্টার সামনে প্রাইভেট কারের ধাক্কায় দুলাল উদ্দিন (৬০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন।
২৩ এপ্রিল, মঙ্গলবার দুপুরে ২টার দিকে ডেমড়া চৌরাস্তা স্টাফ কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার ছেলে মোহাম্মদ আলী জানান, আমার বাবা তিন চাকার ভ্যান গাড়িতে মালামাল টানার কাজ করতেন। আজ দুপুরে সারুলিয়া থেকে ভ্যানে করে চালের বস্তা ভ্যানে লোড করে ডেমড়া কোনাপাড়া এলাকায় যাওয়ার পথে ডেমড়া স্টাফ কোয়ার্টারের অদূরে একটি প্রাইভেটকারের ধাক্কায় রাস্তায় পরে গিয়ে গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন বাবাকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দেন ও প্রাইভেটকারটি আটক করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]