
ঝিনাইদহ শহরে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।
২৩ এপ্রিল, মঙ্গলবার বিকেলে শহরের বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী সোহেল রানা ঝিনাইদহ জেলার মাধবপুর গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রাঙ্গামাটি থেকে মাদকের একটি চালান ঝিনাইদহ শহরে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বাইপাস সড়কের ঘোষপাড়া নামক এলাকায় চেকপোস্ট বসিয়ে সোহেল রানা নামের একজন ব্যবসায়ীকে আটক করে। সেসময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২০ টি গাঁজার রোল উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার ওজন ১০ কেজি।
এ ঘটনায় সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/রায়হান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]