
বাগেরহাটের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মো. রাকিব মল্লিক (২৬) নামে এক বাসের যাত্রী নিহত হয়েছেন।
২৩ এপ্রিল, মঙ্গলবার রাড়ীপাড়া ইউনিয়ের শিবপুর এলাকার তিনকোনা পুকুর সংলগ্ন বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত পরিবহন চালককে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মো. রাকিব মল্লিক মোরেলগঞ্জের পুটিখালী এলাকার হারুন মল্লিকের ছেলে। আহত পরিবহন চালক মো. সাগর (৩৫) গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯০৪৬) বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। স্থানীয়রা বাস যাত্রী মো. রাকিব মল্লিক ও চালক মো. সাগরকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাস যাত্রী রাকিবকে মৃত ঘোষণা করেন এবং বাস চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]