
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
২৩ এপ্রিল, মঙ্গলবার বিকালে জেলা নির্বাচন অফিসের হলরুমে প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিমউদ্দিন।
পরে প্রার্থীদের সাথে মতবিনিময়কালে বক্তব্য দেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান।
এসময় প্রার্থীরা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নানা অভিযোগ তুলে ধরেন। নির্বাচনে কালিয়া উপজেলা আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ চেয়ারম্যান পদে ৫জন, ভাইস-চেয়ারম্যান পুরুষ পদে ৫জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দিতা করছেন।
প্রার্থীরা হলেন, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এড. মাহমুদুর হাসান কায়েস (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান খান শামিমুর রহমান ওছি খান (চিংড়ি মাছ), পুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম হারুনার রশীদ (আনারস), বর্তমান চেয়ারম্যান কৃঞ্চপদ ঘোষ (মোটর সাইকেল) ও এস এম নাজমুল হক প্রিন্স (দোয়াত কলম)।
কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে ৮২ ভোটার সংখ্যা ১৯৭২০৯ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১০০১৭৮ জন ও মহিলা ভোটার ৯৭০৩১জন। আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]