
নাটোরে পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দিপু মণ্ডল নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়েছেন।
২৩ এপ্রিল, মঙ্গলবার সকালে নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক দিপু মণ্ডল যশোর জেলার কোতয়ালি উপজেলার বড় হয়বিয়তপুর গ্রামের বাসিন্দা।
ঝলমলিয়া হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) মো.সাজেদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওসি মো.সাজেদুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী গমবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি ট্রাক একটি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় ট্রাকের চালকসহ চারজন আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক ট্রাক চালক দিপু মণ্ডলের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মৃতদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]