
রাজশাহীর পোবা উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
২৩ এপ্রিল, মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার শ্যামপুর বালুর ঘাট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত তিনজনই কিশোর বয়সের। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ওবায়দুল জানান, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এদিকে খবর পেয়ে পদ্মাপাড়ে ভিড় করেন কিশোরদের স্বজনরা। তারা এ সময় কান্নায় ভেঙে পড়েন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]