
রাজধানীর মিরপুরে মহিলা হোস্টেলের ছয়তলা ছাদ থেকে পড়ে রাদিয়া তেহরিন (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি মিরপুর বাংলা কলেজের ছাত্রী।
২২ এপ্রিল, সোমবার রাত ৮টার দিকে মিরপুর-১০ এর মহুয়া মঞ্জিল ব্যতিক্রম মহিলা হোস্টেলের ৬ তলা থেকে লাফিয়ে নীচে পড়ে গুরুতর আহত হন রাদিয়া। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাদিয়া তেহেরিন ব্যতিক্রম হোস্টেলে থেকে মিরপুর বাংলা কলেজে অনার্স প্রথম বর্ষে (বাংলা বিভাগ) পড়াশোনা করতেন। মৃত্যুর কারণসহ বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
রাদিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাইফুল ইসলামের মেয়ে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]