নড়াইলে দিনব্যাপী ইনোভেশন শোকেসিং মেলা অনুষ্ঠিত
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১৯:০৬
নড়াইলে দিনব্যাপী ইনোভেশন শোকেসিং মেলা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল জেলা পর্যায়ে দিনব্যাপী ইনোভেশন শোকেসিং মেলা অনুষ্ঠিত হয়েছে।


২২ এপ্রিল, সোমবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে নড়াইল দক্ষিণ পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।


মেলায় জেলার তিনটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা সঞ্চয় অফিস, সদর উপজেলা কৃষি অফিসসহ বেশ কয়েকটি দপ্তর অংশগ্রহণ করে।


বিকালে সমাপনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।


এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এমএম আরাফাত হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রনোতোষ কুমার সেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল বাশার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নবকৃষ্ণ টিকাদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রব্বানী, শিক্ষক নেতা মো. আশিকুর রহমান দীপ প্রমুখ।


বক্তারা বলেন, দিনব্যাপী এই মেলার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের শিখন শেখানো কার্যক্রমে গতিশীল ও ফলপ্রসূ আনায়নের ক্ষেত্রে ইনোভেশন শোকেসিং গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


বিবার্তা/শরিফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com