
পানি দূষণ ও বায়ু দূষণের ফলে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে চলছে দিন দিন। এবারের মৌসুমের তীব্র গরম অতিষ্ঠ হয়ে উঠেছে সারাদেশের জনজীবন। পরিবেশের ভারসাম্য স্বাভাবিক রাখার জন্য গাছ প্রধান ভূমিকা পালন করে থাকে।
এ কারণে তীব্র গরম থেকে পরিবেশ বাঁচাতে বগুড়ায় শ্রমজীবী মানুষের মাঝে গাছের চারা এবং পানির বোতল বিতরণ করা হয়েছে।
২২ এপ্রিল, সোমবার সকালে বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী ভ্রাম্যমাণ এই কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মানুষের মাঝে গাছের চারা এবং পানির বোতল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউর করিমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও বন বিভাগের কর্মকর্তারা।
বিবার্তা/রাহেনুর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]