
রাজশাহীর বাগমারায় ভুট্টা ক্ষেতে কাজ করার সময় হিট স্ট্রোকে মন্টু হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
২২ এপ্রিল, সোমবার দুপুরে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গোয়ালকান্দি ইউপি সদস্য ইসরাইল হোসেন এ তথ্য জানিয়েছেন। মন্টু হোসেন ওই এলাকার মোসলেম আলীর ছেলে।
নিহত মন্টুর স্ত্রী সাজেদা বেগম বলেন, আমার স্বামী সকালে বাড়ির কাছেই ভুট্টা ক্ষেতে কাজ করার জন্য বের হন। দুপুর সাড়ে ১২টার দিকে তার জন্য জগ ভর্তি পানি নিয়ে যাই। এ সময় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপর আশপাশের লোকজনের সহায়তায় তাকে ভবানীগঞ্জের একটি ক্লিনিকে নিয়ে যাই। সেখানকার ডাক্তাররা আমার স্বামীকে মৃত ঘোষণা করেন। এর আগে, মন্টুর কোনো অসুখ ছিল না বলেও জানিয়েছেন সাজেদা বেগম।
ভবানীগঞ্জের ক্লিনিকটির পরিচালক ডা. আব্দুল বারিক বলেন, ওই কৃষককে আমাদের কাছে মৃত অবস্থায় নিয়ে এসেছিল। তিনি হিট স্ট্রোকে মারা গেছেন। লক্ষণ শুনে এমনটাই মনে হয়েছে।
ইউপি সদস্য ইসরাইল হোসেন বলেন, মাঠে ফসলের কাজ করার সময় তীব্র গরমের কারণে কৃষক মন্টু মারা গেছেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]