
যশোরের শার্শা সীমান্ত থেকে ৭০৪ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বারসহ চয়ন হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রবিবার (২১ এপ্রিল) দিবাগত রাতে গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক চয়ন হোসেন শার্শা উপজেলার গোগা গাজিপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গোগা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি ভ্যানকে গতিরোধ করা হয়। এ সময় চয়ন হোসেনের দেহ তল্লাশি চালিয়ে জুতার মধ্যে থেকে ৭০৪ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ টাকা।
২২ এপ্রিল, সোমবার আটক চয়নের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]