
মোংলাবাসীর প্রাণের মানুষ, তারুণ্যের দীপ্ত প্রতীক, দ্রোহ ও প্রেমের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ-কে একুশে পদক ২০২৪ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মোংলায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বর এসে শেষ হয়।
২২ এপ্রিল, সোমবার সকাল ১০টায় উপজেলা শিল্পকলা একাডেমি, মোংলা পোর্ট পৌরসভা, ওয়াটার কিপার্স বাংলাদেশ, রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের উপস্থিতিতে র্যালি, রুদ্রের গান বাজানো, লাঠি খেলা পরিবেশন, নৌ-স্কাউটের বাদক দলের বাজনা ইত্যাদি পরিবেশিত হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত হিসেবে দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ নাম প্রকাশ করা হয়।
বিবার্তা/জাহিদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]