
জামালপুরের ইসলামপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল, বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে স্থানীয় জনতা মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. জামাল আব্দুন নাসের বাবুল।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তোফায়েল আহম্মেদ ও কৃষক আলাল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০টি স্টলে খামারিরা তাদের গৃহপালিত প্রাণী, খামারি ও উদ্যোক্তাদের উৎপাদিত জিনিসের পসরা বসিয়ে প্রদর্শন করেন।
বিবার্তা/ওসমান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]