মোংলায় কাঁচা বাজার ব্যবসায়ীদের টাকা আত্মসাতের অভিযোগ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ১৭:২৩
মোংলায় কাঁচা বাজার ব্যবসায়ীদের টাকা আত্মসাতের অভিযোগ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলায় কাঁচা বাজার সিন্ডিকেট চক্রের প্রায় ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ চক্রের প্রধান শাহ আলম তালুকদার ওরফে আলু আলম এ অর্থ লুটপাট করছেন বলে অভিযোগ ক্ষুদ্র কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের। তাদের সঞ্চয় লোপাটের সুরাহ না করে সমিতির নির্বাচনি প্রক্রিয়া শুরু করায় সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালে মোংলা পোর্ট পৌর শহরের কাঁচা বাজার ঘিরে গড়ে ওঠে শক্তিশালী একটি সিন্ডিকেট চক্র। পরবর্তীতে আধিপত্য ধরে রাখতে এ চক্রে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্ম্তভূক্ত করা হয়। একই সঙ্গে বাজারের সার্বিক নিয়ন্ত্রণে উপজেলা সমবায় কার্যালয় থেকে মোংলা পোট পৌরসভার কাঁচাবাজর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. নামে রেজিস্ট্রেশন নেয়া হয়।


সভাপতি শাহ আলম তালুকদার, সাধারণ সম্পাদক কবির হোসেন, ক্যাশিয়াল এমাদুল হাজীসহ ছয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।


রেজিষ্টেশনকৃত এ সমিতির আড়ালে সিন্ডিকেট চক্রের হাতে উর্ধ্বমুখী বাজার মূল্যে জিম্মি হয়ে পড়ে পৌর শহরের প্রায় ৩০ হাজার ক্রেতা সাধারণ। একই সঙ্গে এ চক্রের বেড়াজালে আটকে পড়ে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ সমিতির সদস্য সংখ্যা প্রায় ১৯০ জন। প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে দৈনিক ২০ টাকা হারে মাসে ৬শ’ টাকা সঞ্চয় জমা হয়ে থাকে।


মোংলা কাঁচাবাজারের পাইকারি ব্যবসায়ী বাদল মুন্সি জানান, বিগত সাড়ে ৩ বছরে প্রায় ৪৪ লাখ ৪৬ হাজার টাকা সদস্যদের সঞ্চয় জমা হয়। কিন্তু এ পর্যন্ত সদস্যদের আয় ও ব্যয়ের হিসেব না দিয়ে সমিতির সভাপতি শাহআলম তালুকদার ও ক্যাশিয়ার মো. এমাদুল হাজী নিজের মতো সব কিছু নিয়ন্ত্রণ করছেন। সম্প্রতি সদস্যরা তাদের জমাকৃত সঞ্চয় ও আয়-ব্যয়ের হিসেব চাইলে মাত্র ৩৮ হাজার টাকা ক্যাশ আর ২১ লাখ টাকা অনাদায়ি লোন দেখানো হয়। বাকী ২৩ লাখ টাকার কোন হদিস নেই। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠলে তড়িঘড়ি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়া হয়। পরবর্তী নির্বাচনে বিজয়ী হতে বহিরাগতদের সদস্য অন্তর্ভুক্ত করে গত ৭ মার্চ নির্বাচনি তফশিল ঘোষণা করেন তারা।


এ বিষয়ে ক্ষুদ্র কাঁচাবাজার ব্যবসায়ীরা জমাকৃত সঞ্চয় ও আয়ব্যয় সহ বহিরাগতদের ভোট ইস্যুতে আপত্তি জানালে সমবায় অধিদপ্তর থেকে নির্বাচনি তফশিল স্থগিত করা হয়। তবে সংশ্লিষ্টদের ম্যানেজ করে আগামী ২১ এপ্রিল নির্বাচনি তফশিলের চক্রান্ত করা হয়েছে।


কাঁচাবাজার ব্যবসায়ী মহিদুল শিকদার বাবু ও শাহজাহান ব্যাপারী অভিযোগ করে বলেন, সদস্যদের জমাকৃত সঞ্চয়ের (আয়ব্যয়) হিসাব না দিয়ে সাজানো নির্বাচন হলে ওই সিন্ডিকেট চক্রটি আবার নেতৃত্বে পৌঁছাবে। আর তখন ব্যবসায়ীদের লাখ লাখ টাকা জমাকৃত সঞ্চায়ের পুরোটাই ওই চক্রের পকেটে জমা হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।


জানতে চাইলে এ বিষয়ে মোংলা কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শাহ আলম ওরফে আলু আলম তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে ফোন কেটে দেন।


মোংলা কাঁচাবাজারের কথিত সিন্ডিকেট চক্র এবং সমিতির ভুয়া ভোটার তালিকার বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ পেয়েছেন স্বীকার করে মোংলা উপজেলা সমবায় কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


মোংলা বাজার নিয়ন্ত্রণ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, ‘কাঁচাবাজারের দাম নিয়ন্ত্রণে আজই (সোমবার) বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা হয়েছে। কোন সিন্ডিকেট চক্র কাঁচামালের দাম নিয়ে কারসাজি করতে পারবে না। কাঁচাবাজারে নিত্যপণ্যের দাম ঠিক রাখতে মোংলা কাঁচাবাজারের সিন্ডিকেট চক্রের হোতাদের বিরুদ্ধে খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।


বিবার্তা/জাহিদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com