
ঝিনাইদহের শৈলকুপায় বৈশাখি উৎসবে চড়ক পূজাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে স্বাধীন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার দুধসর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন উপজেলার ভগবান নগর গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে।
এলাকাবাসী জানায়, পহেলা বৈশাখ উপলক্ষ্যে চড়ক পূজা ও কাদা খেলাকে কেন্দ্র করে রাত ৯টার দিকে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর দুপক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় লাঠির আঘাতে এক যুবক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে সেখানে রাত ২টার দিকে তিনি মারা যান।
জানা যায়, বৈশাখে চড়ক পূজাকে কেন্দ্র করে এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতা শান্তি বিশ্বাসের সমর্থকরা এ ঘটনা ঘটায় ।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত ওই যুবকের মরদেহ হাসপাতাল মর্গে আছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিবার্তা/রায়হান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]