
কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর সদর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান প্রবীন আওয়ামী লীগ নেতা রেজওয়ানুল হক রেজু (৬৬) ইন্তেকাল করেছেন।
১৫ এপ্রিল, সোমবার ভোর ৫টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১৩ এপ্রিল শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
রেজওয়ানুল হক রেজু লাউবাড়িয়া নিজ গ্রামে আশিস মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর হাসপাতাল রোডে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও তিনি দৌলতপুর সদর ইউনিয়নের বেশ কয়েকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে দৌলতপুর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
আজ সোমবার বাদ আছর দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের লাউবাড়িয়া নিজ গ্রামে মরহুমের জানাযা ও দাফন অনুষ্ঠিত হবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]