
কুষ্টিয়ার দৌলতপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল, রবিবার সকাল ১০টায় দৌলতপুর মুক্তিযোদ্ধা অফিস মিলনায়তনে আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মহাসিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের এমপির মনোনীত মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, এমপির মনোনীত প্রতিনিধি আওয়ামী লীগ নেতা জাহেরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম সাগর।
প্রধান আলোচক ছিলেন, খুলনা বিভাগের মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান।
বিশেষ আলোচক ছিলেন, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, দৌলতপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম বখতিয়ার খান।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।
শেষে উপস্থিত সবার সম্মতিক্রমে মহাসিন আলী সভাপতি ও গোলাম বখতিয়ার খানকে সাধারণ সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের দৌলতপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বিবার্তা/শরীফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]