
সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের অপরাধে ২ বছরের কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ৪ নারী।
১৪ এপ্রিল, রবিবার সকালে রাইটস যশোর নামে একটি বেসরকারি সংস্থা তাদের গ্রহণ করে নিজস্ব শেল্টার হোমে নিয়ে যায়।
এর আগে শনিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন। ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান সাংবাদিকদের এই খবর জানিয়েছেন।
তিনি জানান, দালালের খপ্পরে পড়ে প্রায় আড়াই বছর আগে অর্থের বিনিময়ে ভালো কাজের আশায় কোহিনুর খাতুন (২০), মিম আক্তার (১৭), নুরুন নাহার (১৯) ও জান্নাতুল ফেরদৌস (১৮) কলকাতায় গিয়েছিলেন। দালালরা তাদের শিয়ালদা রেলওয়ে স্টেশনে রেখে পালিয়ে যায়। সেখান থেকে পুলিশের তাদের আটক করে। পরবর্তীতে আদালত তাদের দুই বছরের সাজা দেন।
কামরুজ্জামান আরো বলেন, বেসরকারি সংস্থা রাইটস যশোর তাদের থানা থেকে নিয়ে গেছে। তারাই পরিবারের কাছে হস্তান্তর করবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]