
জামালপুরের ইসলামপুরে যমুনার শাখা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
১৩ এপ্রিল, শনিবার দুপুরে উপজেলার শাপধরি ইউনিয়নের দুর্গম চরশিশুয়া গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মৃত দুই সহোদর হচ্ছে মিনহাজ (৯) ও মিনাল (৭)। তাদের বাবার নাম আজাহার আলী।
পুলিশ জানায়, ইসলামপুর উপজেলার জারুলতলা গ্রামের আজাহার আলীর স্ত্রী চায়না আক্তার তার স্বামী ও দুই ছেলে মিনহাজ ও মিনালকে নিয়ে বাবার বাড়ি চরশিশুয়া গ্রামে ঈদ করতে যান। প্রচন্ড তাপদাহের কারণে আজ রোববার দুপুর ২টার দিকে মিনহাজ ও মিনাল গ্রামের অন্যান্য ছেলে-মেয়েদের সঙ্গে যমুনার শাখা নদীর নতুন পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজনের সহায়তায় দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
বিবার্তা/ওসমান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]