
নেত্রকোণার বারহাট্টায় নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
১৩ এপ্রিল, শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। এরআগে শুক্রবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার আসমা এলাকা থেকে তাদের গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ধর্মপাশা থেকে মোটরসাইকেলযোগে এক নারী ও এক পুরুষ মাদক নিয়ে বারহাট্টার দিকে আসছে— এমন খবরে বারহাট্টার আসমা এলাকায় অবস্থান নেয় পুলিশ। চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে পুলিশ। এক পর্যায়ে একটি সন্দেহজনক প্লাটিনা মোটরসাইকেল থামিয়ে চালক ও যাত্রীকে তল্লাশি করা হয়। নারী পুলিশ দিয়ে যাত্রী যাত্রী নাজমা নূরীকে তল্লাশি করে ব্যাগে ২০০ গ্রাম গাঁজা পাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকলেটিও জব্দ করা হয়।
বারহাট্টা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে ওই দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]