
রাজধানীর ভাটারা এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকার সমপরিমাণ মূল্যের বিভিন্ন জাল নোটসহ সাহেব আলী ওরফে মিরাজ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
৫ এপ্রিল, শুক্রবার বিকালে র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এএসপি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটারা থানাধীন নতুন বাজার ভাটারা মোড় এলাকায় র্যাবের নিয়মিত টহল দল অবস্থান করছিল। এ সময় র্যাবকে দেখে এক ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টাকালে সাহেব আলী ওরফে মিরাজকে আটক করে র্যাব।
পরে তার কাছ থেকে বাংলাদেশি ৬ লাখ ৯৮ হাজার টাকার মূল্যের বিভিন্ন জাল নোট জব্দ করা হয়।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]