
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি গেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে নয়টি স্বর্ণের বারসহ মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু নামের এক যুবককে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।
১ এপ্রিল, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রামেক হাসপাতালের ইমারজেন্সি গেট থেকে তাকে আটক করা হয়।
সে রাজশাহীর পবা উপজেলার দামকুড়ার আলিমগঞ্জ গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিটি বারের আনুমানিক ওজন ৯.৯৯ গ্রাম আর মোট স্বর্ণের ওজন প্রায় ১ কেজি। এগুলো ২৪ ক্যারেট মানের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে।
আরএমপির গোয়েন্দা শাখার এডিসি রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের ও অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
বিবার্তা/মোস্তাফিজুর/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]