
রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় নির্মাণাধীন ভবনের ৫ তলা থেকে পড়ে আব্দুল জলিল (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
২৭ মার্চ, বুধবার বিকাল সোয়া পাঁচটার দিকে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে ১০৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে মারা যান তিনি।
নিহতের সহকর্মী ফিরোজ বলেন, আমি ও জলিল ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করি। আজ সন্ধ্যার দিকে অসাবধানতাবশত চারতলা থেকে নিচে পড়ে জলিল গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে মারা যায় সে।
তিনি আরও বলেন, তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউরা থানার কেশরনগর গ্রামে। তার বাবা নাম হাফিজ মিয়া। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতো সে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]