
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২ হাজার ৩২৫ পিস ইয়াবাসহ ইমরান শেখ (৩৬) ও মো. ইউনুস (২৪) নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-২।
মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
২৭ মার্চ, বুধবার দুপুরে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।
শিহাব করিম বলেন, র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকায় ৩-৪ জন মাদক কারবারি বিপুল পরিমাণ মাদক (ইয়াবা) বিক্রির উদ্দেশে অবস্থান করছে। মাদকের চালানটি আটকের লক্ষ্যে মোহাম্মদপুর হুমায়ুন রোড এলাকায় র্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। ব্যক্তিদের মধ্যে দুজনকে আটক করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের গাড়ির ড্রাইভার ও স্টাফ বলে পরিচয় দেয়। আটকদের মাদক সম্পর্কে জিজ্ঞাসাবাদের পর তাদের পরনের প্যান্টের নিচে দুই রানে স্কচটেপে পেঁচানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, তারা রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদক ক্রয় করে রাজধানীসহ আশপাশের জেলায় বেশি দামে মাদক বিক্রয় করে আসছিল।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]