
চাঁদপুরের হাজীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক মহিন উদ্দিন (২৫) নিহত হয়েছেন।
২৬ মার্চ, মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিন উদ্দিন হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের টোরাগড় দক্ষিণপাড়া ফকির বাড়ির মৃত ইউসুফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহিন উদ্দিন দুপুরে রিজার্ভ ভাড়া নিয়ে পৌরসভার বদরপুরে যান। সেখান থেকে ফেরার পথে হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের বদরপুর সংযোগ সড়কের ঢালে নামার সময় অটোরিকশাটি উল্টে সব চার্জার ব্যাটারি তার বুকের ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপরও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]