
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোচালকের মৃত্যু হয়েছে। নিহত অটোচালকের নাম মো. আব্দুল মোমিন প্রকাশ (৫৫)। মৃত প্রকাশ উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামের মরহুম সৈয়দ আহম্মদের ছেলে।
নিহতের ছেলে মো. সাইমনসোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মার্চ) বিকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামে বোরো ধানের জমিতে সেচের পানি দিতে গিয়ে সেচ পাম্প ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন নোয়াগ্রামের মরণ মিয়া।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২৬ মার্চ, মঙ্গলবার সকালে মরহুমের নিজ গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর জরুরি বিভাগের চিকিৎসক মো. সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত একজনকে জরুরি বিভাগে আনা হলেও সে অনেক আগেই মারা গেছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]