
নোয়াখালীর কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) সামনে থেকে আবদুল হাই সুমন (৩৫) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে সাতশত পিস ইয়াবা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত সুমন কবিরহাট পৌরসভার পূর্ব ফতেহপুর এলাকার মাহবুবুল হকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ কবিরহাট বাজারে বিশেষ অভিযান চালায়। পরে তারা কবিরহাট পৌর ৩নং ওয়ার্ডস্থ ৫০ শয্যা বিশিষ্ট কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার রুমের সামনে থেকে মাদক কারবারি আব্দুল হাই সুমনকে আটক করে। এসময় তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ৭শত পিস ইয়াবা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত সুমন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে তার ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সকালে আটককৃতকে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।
বিবার্তা/সুমন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]