
লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্রসহ আবদুর রহমান ওরফে অনিক (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
২৫ মার্চ, সোমবার তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে পুলিশ। অনিক নোয়াখালীর বেগমগঞ্জে কলেজছাত্র জসিম উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।
সে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও সাবেক কলেজের অনার্স (বিবিএ) দ্বিতীয় বর্ষ শাখার সাবেক সভাপতি।
জানা গেছে, রবিবার (২৪ মার্চ) দিবাগতর রাত দেড়টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের চন্দ্রগঞ্জ বাজারের এক নম্বর পোল এলাকা থেকে র্যাব-১১ অভিযান চালিয়ে অনিককে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
সোমবার (২৫ মার্চ) দুপুরে র্যাব-১১ এর নোয়াখালীর ক্যাম্পের নায়েব সুবেদার মিরাজ আলী ভূঁইয়া বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। একই সঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
সূত্র জানায়, ২০২০ সালের ৬ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জের জাহানাবাদ গ্রামে কলেজছাত্র জসিম উদ্দিন হত্যার ঘটনা ঘটে। ওই হত্যা মামলায় অনিক এজাহারভুক্ত আসামি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, র্যাবের পক্ষ থেকে গ্রেফতারকৃত অনিককে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে অস্ত্র মামলায় লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিবার্তা/সুমন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]