ব্রাহ্মণবাড়িয়ায় অধিক দামে কাপড়-ফল বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ২০:৩৪
ব্রাহ্মণবাড়িয়ায় অধিক দামে কাপড়-ফল বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় অধিক দামে কাপড় ও ফল বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


২৫ মার্চ, সোমবার দুপুরে জেলা শহরের হালদারপাড়া ও মসজিদ রোডে অভিযান পরিচালনা করে এই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।


অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়তই বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।


অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে জেলা শহরের কাপড়ের দোকান ও ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় হালদারপাড়ার ফড়িং ও ফ্রেঞ্জি এক দামের দোকান হলেও, সবার জন্য এক দাম ছিল না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফড়িংকে ১০ হাজার ও ফ্রেঞ্জিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


তিনি আরো জানান, মসজিদ রোডে বেশি দামে ফল বিক্রি করায় দায়ে ২ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাদের সতর্কও করা হয়। ভোক্তা অধিকার অধিদফতরের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।


বিবার্তা/নিয়ামুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com