
চট্টগ্রামে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত হয়েছেন।
২৫ মার্চ, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে গাড়িতেই চালক মারা গেছেন। দুর্ঘটনার সময় ওই অটোরিকশায় কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। রিপোর্টটি লেখা পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। পুলিশও ঘটনাস্থলে অবস্থান করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে অটোরিকশাটি ঘোরানোর সময় অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে আগুন লেগে যায়। পরে ঘটনাস্থলেই আগুনে পুড়ে ড্রাইভারের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ওই অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। সেই আগুনে চালক পুড়ে ছাই হয়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াবদুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শুনেছি। তাৎক্ষণিকভাবে চালকের নাম-পরিচয় জানা যায়নি। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করেছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]