
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুরে জাফর হোসেন (৫৫) নামে এক বৃদ্ধকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগে তার স্ত্রী ও বড় ছেলেকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২৪ মার্চ, রবিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জাফর হোসেন উপজেলার রঘুনাথপুর গ্রামের শেখ মুজিব মেম্বার বাড়ির নুর মিয়ার ছেলে।
এদিকে নিম্ন আদালত জামিন না দেয়ায় উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী সৈয়দ আবুল হোসেন।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন যাবৎ জাফর হোসেনকে নানাভাবে নির্যাতন করে আসছে তার স্ত্রী কাজল আক্তার ও বড় ছেলে জসিম উদ্দিন। সম্পত্তি লিখে নেয়ার জন্য নিয়মিত মারধর করা, অধিক পরিশ্রম করানো, উলঙ্গ করে রাখা, নষ্ট ও পঁচা খাবার দেয়াসহ সব ধরনের নির্যাতন করতো তারা। সবশেষ গত ১৮ মার্চ খাবারে বিষপ্রয়োগ করে তাকে হত্যার চেষ্টা করে স্ত্রী ও তার বড় ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। দুদিন পর গত বুধবার (২০ মার্চ) রাতে তিনি মারা যান।
নিহতের ভাই তোফাজ্জল হোসেন খাজু জানায়, পরিবারের প্রাত্যহিক নির্যাতনে জাফর হোসেন রোগাক্রান্ত ও হতাশাগ্রস্ত ছিলেন। শেষ পর্যন্ত তাকে খাবারে বিষপ্রয়োগ করে কৌশলে তারা হত্যা করেছেন। এর বিচার হতে হবে। না হয় সমাজে একটি খারাপ দৃষ্টান্ত তৈরি হবে।
দাগনভূঞা থানার ওসি আবুল হাশিম বলেন, এ ঘটনায় নিহতের ভাই তোফাজ্জল হোসেন খাজু মিয়া বাদি হয়ে মামলা করেছেন। উক্ত মামলায় নিহত জাফরের স্ত্রী ও বড় ছেলেকে আটক করা হয়। রবিবার ধৃতদের ফেনী আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]