
চাঁদপুরের মতলব উত্তরে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নুর ইসলাম (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন যাত্রী আহত হয়েছেন।
২৩ মার্চ, শনিবার বিকেল ৩টায় উপজেলার সিপাইকান্দি ঠেটালিয়া বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।
নুর ইসলাম (৪০) মতলব উত্তর উপজেলার নবুরকান্দি এলাকার মৃত শহীদুল্লাহ প্রধানের ছেলে।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।
তিনি বলেন, চাঁদপুরগামী মাইক্রোবাসের সঙ্গে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব হাসপাতাল ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মাইক্রোবাস ও সিএনজিকে জব্দ হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]